মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুরে পৃথক অভিযানে মোহাম্মদ শামীম রেজা ও বকুল আলী নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গত শনিবার দিবাগত রাতে এস আই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালিয়ে সদর উপজেলার শ্যামপুর গ্রাম থেকে ৭ গ্রাম হেরোইন সহ মোহাম্মদ শামীম রেজাকে আটক করা হয়। আটক শামীম রেজা শ্যামপুর গ্রামের পাঞ্জাব মন্ডলের ছেলে। অপর দিকে মেহেরপুর শহরের চক্রপাড়ায় অভিযান চালিয়ে বকুল আলী নামের আরও এক মাদক ব্যবসায়ীকে ২৫০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। আটক বকুল আলী চক্রপাড়ার সদর আলীর ছেলে। মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক দুই আসামীর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রজু করা হয়েছে।
29-06-2020 (AT)
 

.jpg) 
 
 
-26%20October.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
