ফরিদপুরের মধুখালীতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ০২, ২০২০

ফরিদপুরের মধুখালীতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত

 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের কাটাখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ সিদ্দিক মোল্যা(৬৫) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। 


পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্ত এবং সাবেক ইউপি সদস্য আহম্মদ আলীর গ্রæপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সমস্যা চলে আসছিলো। সকাল ১১টার দিকে ইউপি চেয়ারম্যান মুকুল হোসেনের সমর্থক সিদ্দিক মোল্যা তার নিজের বাড়ির বারান্দায় বসেছিলেন। এসময় আহম্মদ আলী গ্রুপের লোকজন এসে সিদ্দিক মোল্যার উপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় সে মারত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। ঘটনাস্থল পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 


লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে বলে জানায় পুলিশ।

Post Top Ad

Responsive Ads Here