সুপ্রিম কোর্টসহ দেশের আদালতে ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮ মামলা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২০

সুপ্রিম কোর্টসহ দেশের আদালতে ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮ মামলা


সময় সংবাদ ডেস্ক//
সুপ্রিম কোর্টসহ দেশের সকল অধস্তন আদালতের মামলা জট কমানোর জন্য নানা উদ্যোগ গ্রহণ করার পরেও দেশের আদালতগুলোতে মামলার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সারাদেশের মামলা সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টিতে।

বুধবার (১৫ জুলাই) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমানের পাঠানো বিবরণী থেকে এ তথ্য জানা যায়।


মামলার পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন আছে ২৩ হাজার ৬১৭টি মামলা। আর হাইকোর্ট বিভাগে ৪ লাখ ৮৯ হাজার ৬৮টি মামলা। সব মিলিয়ে সারাদেশে মোট বিচারাধীন মামলার সংখ্যা ৩৬ লাখ ৮৪ হাজার ৭২৮টি।

এদিকে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬ হাজার ৩০৩টি মামলা। হাইকোর্ট বিভাগে ১ লাখ ৩৫ হাজার ২৭৫টি মামলা নিষ্পত্তি হয়েছে। আর সারাদেশের অধস্তন আদালতগুলোতে নিষ্পত্তি হয়েছে ১০ লাখ ২৪ হাজার ৩৫৭টি মামলা।

উল্লেখ্য ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৩৩ লাখ ৯ হাজার ৭৮৯টি।


Post Top Ad

Responsive Ads Here