ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের জুম ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২০

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের জুম ভার্চুয়াল মিটিং অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদ দেশের চলমান করোনা সংকটময় পরিস্থিতি নিয়ে জুম ভার্চুয়াল মিটিং করেছে। জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি টেকনো মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক সিআইপি ড. যশোদা জীবন দেবনাথের সভাপতিত্বে সভায় বিভিন্ন বিষয় তুলে ধরেন জেলার পূজা কমিটির জেলা ও থানার নেতৃবৃন্দ। বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত হওয়া ভার্চুয়াল মিটিং এ ৭টি থানা সহ জেলার প্রায় ৫০জন নেতাকর্মি তাদের বিভিন্ন বিষয় সভাপতির কাছে তুলে ধরেন। 

 

এতে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক অরুণ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক অজয় রায়, মহানগর কমিটির সভাপতি রাম দত্ত, সাধারন সম্পাদক শ্যামল কর্মকার, রাজেন্দ্র কলেজের ভাইস প্রিন্সিপাল অসিম কুমার সাহা, ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ গোবিন্দ্র চন্দ্র, সাংবাদিক আশিষ পোদ্দার বিমান, আকাশ সাহা, তাপস দত্ত, শংকর সাহা, সুরজিৎ, গোপাল দত্ত সহ অনেকে।

 

সভায় সভাপতি যশোদা জীবন বলেন, করোনাকালিন সময়ে ফরিদপুর পৌরসভার জন্য কে ৯৫ মাস্ক ৮০০ পিস ও ৮টি উপজেলার জন্য ৪০০ পিস মাস্ক দেওয়া হবে। এছাড়া লাশ সৎকারের জন্য একটি গাড়ী, ১০০ পিপিই ও ৫টন চাল বরাদ্দ দেওয়া হবে। গাড়ী সহ এসব সামগ্রী এরই মধ্যে ফরিদপুরে চলে এসেছে। যা শুক্রবার থেকে বিতরণ শুরু করা হবে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, এই সময়ে আমাদের সবাইকে একটি ইউনিট নিয়ে কাজ করতে হবে। একটি ইউনিট হয়ে যদি কোন কাজ করা যায় তাহলে আমরা সব বিষয়ে বিজয়ী হওয়া সম্ভব বলেও তিনি জানান।

Post Top Ad

Responsive Ads Here