প্রেস বিজ্ঞপ্তি :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি কাজী মিজানুর রহমানকে চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত করা হয়েছে।
গত (২৪ ডিসেম্বর ২০১৯ ইং) চাঁদপুর প্রেসক্লাবের গঠনতন্ত্রের অনুচ্ছেদ-৬ ধারায় কার্য নির্বাহী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহিত হয়। সভার সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি শহিদ পাটোয়ারী।
চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত প্রসঙ্গে কাজী মিজানুর রহমান বলেন, সাংবাদিকরা হলেন সমাজের প্রতিচ্ছবি। সাংবাদিকদের লেখনি শক্তির মাধ্যমে সমাজের অন্যায়, অপরাধ নির্মূল করা সম্ভব।
তিনি বলেন, আমাকে চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য মনোনীত করায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। তিনি সাংবাদিক ও চাঁদপুর প্রেসক্লাবের সুখে দুঃখে আজীবন পাশে থাকার ঘোষণা দেন।উল্লেখ্য, কাজী মিজানুর রহমান ‘ভয়েস টিভি’ (বর্তমানে পরীক্ষামূলক সম্প্রচার) হচ্ছে। নিউজ ভিত্তিক চ্যানেলটি পূর্ণাঙ্গরূপে স্যাটেলাইটে আসছে কিছু দিনের মধ্যেই। কাজী মিজানুর রহমানে চ্যানেলটির ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি চাঁদপর থেকে প্রকাশিত প্রথম সারির পত্রিকা ‘দৈনিক চাঁদপুর বার্তা’ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালকার দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছেন।