কোয়ারেন্টাইন শেষে ফের শুটিংয়ে অপূর্ব ও মেহজাবিন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জুলাই ২১, ২০২০

কোয়ারেন্টাইন শেষে ফের শুটিংয়ে অপূর্ব ও মেহজাবিন


সময় সংবাদ ডেস্ক//
জনপ্রিয় অভিনয় শিল্পী অপূর্ব ও মেহজাবিন করোনার ঘরবন্দী সময়কে ছুটি দিয়ে গত ৭ জুলাই ‘প্রাণ প্রিয়’ নাটকের শুটিং করেন। মিজানুর রহমান আরিয়ান পরিচালিত এ নাটকটের শুটিং ইউনিটের দুজনের করোনা পজিটিভ আসায় অপূর্ব, মেহজাবিনসহ অনান্যরা কোয়ারেন্টাইনে চলে যান। সেই কোয়ারেন্টাইন কাটিয়ে সোমবার নাটকটির শুটিং শেষ করেছেন। 

জানা গেছে, কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় পরপর দুই বার পরীক্ষায় করোনার ফলাফল এসেছে নেগেটিভ এই দুই তারকার। এরপর সোমবার রাজধানীর উত্তরার একটি হাউসে শুটিং শুরু করেছেন তারা।

নির্মাতা মিজানুর রহমান আরিয়ান জানান, শুটিংয়ের টিমের প্রত্যেকের ফের করোনা পরীক্ষা করা হয়েছে। ২৬ জনের টিম নিয়ে সোমবার নাটকটির শুটিং শেষ হয়েছে। এই হাউজেই মঙ্গলবার থেকে অপূর্ব আর ফারিনকে নিয়ে আরো একটি নাটকের শুটিং করবেন এই নির্মাতা। 

এই নির্মাতা আরো জানান, গতবারের চেয়ে এবার আরো সতর্ক হয়ে শুটিং করছেন তারা। টানা ১০ দিনের জন্য একটি শুটিং বাড়ি ভাড়া করা হয়েছে। শুটিং শেষে ইউনিটের কেউ বের হতে পারবেন। এই ১০ দিন টানা একেক দিন একেকজন পরিচালক ও শিল্পীর কাজ হবে। 



Post Top Ad

Responsive Ads Here