আজ থেকে আবার বাড়ল স্বর্ণের দাম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, আগস্ট ০৬, ২০২০

আজ থেকে আবার বাড়ল স্বর্ণের দাম

সময় সংবাদ ডেস্ক//
বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে স্বর্ণের দাম প্রতিনিয়তই বাড়ছে। আরেক দফা বেড়ে আজ বৃহস্পতিবার থেকে দেশের বাজারে বিভিন্ন মানের সোনা নতুন দামে বিক্রি হচ্ছে। 

গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে নতুন দামের বিষয়টি জানিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্প‌তিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হলো।

নতুন দরে প্রতি ভরি স্বর্ণে চার হাজার ৪৩২ টাকা বাড়ানো হয়েছে। বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষ‌রিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নতুন দামে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম চার হাজার ৪৩২ টাকা বা‌ড়ি‌য়ে ৭৭ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে। 

এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ৭৪ হাজার ৬৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৫ হাজার ৩১৮ টাকায় ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫৪ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হ‌য়ে‌ছে।

Post Top Ad

Responsive Ads Here