‘মেসি তুমি থেকে যাও’‘মেসি তুমি যেও না’, - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৬, ২০২০

‘মেসি তুমি থেকে যাও’‘মেসি তুমি যেও না’,

সময় সংবাদ ডেস্ক//
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনা ছাড়ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আনুষ্ঠানিকভাবে বার্সাকে নিজেই জানিয়ে দিয়েছেন তিনি আর থাকছেন না এই ক্লাবে। এদিকে মেসির এই চলে যাওয়া সহজভাবে নিতে পারছেন না সমর্থকরা। খবর বের হওয়ার সঙ্গে সঙ্গে জমায়েত হয়েছে ন্যু ক্যাম্পের বাইরে। চলছে বিক্ষোভ, আন্দোলন। ‘মেসি তুমি চলে যেও না’, ‘মেসি তুমি থেকে যাও’, ‘বার্তোমেউয়ের পদত্যাগ চাই’, এমনও হাজারো স্লোগানে মুখরিত ক্যাম্প ন্যু প্রাঙ্গণ। প্রিয় তারকাকে যেকোনোভাবেই হোক, ক্লাবে ধরে রাখতেই হবে যে!

সংবাদমাধ্যম গোল ডট কম জানিয়েছে, মেসিকে বার্সেলোনায় রাখতে বার্সা ক্লাব সভাপতির পদত্যাগ চেয়ে ক্লাবটির সামনে বিক্ষোভ করছে সমর্থকরা।

এদিকে প্রিয় সহকর্মীর বিদায়ে বোর্ডের সদস্য জর্ডি মিক্স, অর্থনীতি ও সম্পদ সহ-সভাপতি এবং কোষাধ্যক্ষ ডেভিড বেলভার এরইমধ্যে তাদের পদত্যাগের প্রস্তাব দিয়েছেন।

অন্যদিকে মেসির বার্সেলোনা ছাড়ার কারণে বার্সেলোনার ভক্তরা আর্জেন্টিনার এই তারকা খেলোয়াড়কে রাখার জন্য ক্লাবটির বিক্ষোভ সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করছেন। ক্লাবটির সামনে বার্তোমিউর উদ্দেশ্যে- অশ্লীল অঙ্গভঙ্গি করার পাশাপাশি মেসির ১০ নম্বর জার্সি গায়ে পড়ে মেসি মেসি বলে বিক্ষোভে ফেটে পড়েন। 

মেসির সঙ্গে এখনো এক বছরের চুক্তি আছে বার্সার। এই সময়ে কেউ মেসিকে কিনতে গেলে গুনতে হবে রেকর্ড সর্বোচ্চ ৬ শতাধিক মিলিয়ন ইউরো। এতো বড় আর্থিক মূল্যে কে কিনবে মেসিকে? সে নিয়েও আগামী দিন গুলোতে চলবে প্রতিযোগিতা। কারণ নামটা যে লিওনেল মেসি।


Post Top Ad

Responsive Ads Here