করোনায় আক্রান্ত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৬, ২০২০

করোনায় আক্রান্ত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট


সময় সংবাদ ডেস্ক//
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ূম। দেশটিতে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। এরইমধ্যে মঙ্গলবার সাবেক এই প্রেসিডেন্ট করোনা পজিটিভের খবর দিলেন।

তিন দশক ধরে ক্ষমতায় থাকা গাইয়ূম জ্বরের কারণে হাসপাতালে করোনা পরীক্ষা করান। তার সাবেক সহযোগী এএফপিকে এই খবর দেন।

টুইটারে করোনার খবর গাইয়ূম নিশ্চিত করে লিখেছেন, আমি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছি।

৮২ বছর বয়সী এ রাজনীতিক আরো লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহ যেন আমাকে ও অন্য অসুস্থ ব্যক্তিদের দ্রুত সুস্থ করে দেন এবং সুস্বাস্থ্য দান করুন।

পর্যটন কেন্দ্রনগরী মালদ্বীপ তিন মাস বন্ধ রাখার পর জুলাইয়ের মাঝামাঝিতে ভ্রমণপিপাসুদের জন্য আন্তর্জাতিক সীমান্ত খুলে দেয়। তারপর থেকে ফের সংক্রমণ বাড়তে শুরু করেছে, এখ পর্যন্ত ৭ হাজারের বেশি আক্রান্ত পাওয়া গিয়েছে এবং মৃত্যু ২৮ জনের।

উল্লেখ্য, ২০০৮ সালে দায়িত্ব ছাড়ার পরও দেশের সক্রিয় রাজনীতিবিদদের একজন গাইয়ূম। তার বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, তিন দশক ধরে স্বৈরশাসকের ভূমিকায় ছিলেন তিনি। অবশ্য বৈশ্বিক উষ্ণতা ও সমুদ্রের উচ্চতা বৃদ্ধির বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার কণ্ঠ ছিল তার।

Post Top Ad

Responsive Ads Here