বিশ্বে করোনায় ৭ লাখ ১৭ হাজারের বেশি মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, আগস্ট ০৭, ২০২০

বিশ্বে করোনায় ৭ লাখ ১৭ হাজারের বেশি মৃত্যু


সময় সংবাদ ডেস্ক//
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৭ লাখ ১৭ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৭ লাখ ১৭ হাজার ৬৪৪ জন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ৭৭৭ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ২৩ লাখ ৫৫ হাজার ১৪৫ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে। আক্রান্ত ও মৃত্যু উভয় সংখ্যার দিক থেকেই বিশ্বে এখনো শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত মোট ৫০ লাখ ৩২ হাজার ১৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৮০৪ জনের।

মৃতের হিসাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ৯৮ হাজার ৬৪৪ জনের। আর আক্রান্ত হয়েছে ২৯ লাখ ১৭ হাজার ৫৬২ জন।

তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ৫১৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৬৯০ জন।

এছাড়া ইউরোপের শীর্ষে থাকা যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৪৬ হাজার ৪১৩ জনে দাঁড়িয়েছে। আর মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮ হাজার ১৩৪ জন।

এশিয়ায় শীর্ষে অবস্থান করা ভারতে করোনায় ৪১ হাজার ৬৩৮ জনের মৃত্যু ও ২০ লাখ ২৫ হাজার ৪০৯ জন আক্রান্ত হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। ভাইরাসটির উৎপত্তিস্থল এই দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৪ হাজার ৫৬৫ জন। এর মধ্যে ৪ হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here