সৎ মায়ের হাতে ফাটলো মাথা, শরীরেও জখম - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৬, ২০২০

সৎ মায়ের হাতে ফাটলো মাথা, শরীরেও জখম

সময় সংবাদ ডেস্ক//
চট্টগ্রামের পটিয়ায় মাইশা নামের আট বছর বয়সী এক শিশুকে মেরে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে।

সোমবার সকালে উপজেলার শোভনদন্ডী ইউপির রশিদাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। তবে বিষয়টি জানাজানি হয় মঙ্গলবার। এ সময় তার শরীরে পূর্বেরও বেশকিছু জখমের চিহ্ন পাওয়া গেছে।

মাইশা নাজিম উদ্দিনের প্রথম স্ত্রীর সন্তান। নাজিম উদ্দিন পেশায় রিকশাচালক।

শিশু মাইশা জানায়, বোনকে (সৎ মায়ের মেয়ে) কোলে না নেয়ায় মা (সৎ মা) তাকে মারধর করেছে। এভাবে সবসময় তাকে মারধর করা হয়।

মাইশার বাবা নাজিম উদ্দিন বলেন, ছয় বছর আগে মাইশার বয়স যখন দুই বছর, তখন আমার স্ত্রী মারা যায়। সে আমার বোনের কাছে ছিল। কিছুদিন আগে স্কুলে ভর্তি করানোর জন্য তাকে বাড়িতে নিয়ে আসি। আমার স্ত্রী মাইশাকে এভাবে মারধর করতো তা আমি জানতাম না। মাইশাও আমাকে কখনো বলেনি।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Post Top Ad

Responsive Ads Here