ফের রিমান্ডে প্রতারক সাহেদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ২৬, ২০২০

ফের রিমান্ডে প্রতারক সাহেদ

সময় সংবাদ ডেস্ক//
রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের আবারো ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মাসুদুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। রাজধানীর পল্লবী থানায় করা প্রতারণার মামলা সুষ্ঠুভাবে তদন্ত করতে সাহেদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এতে আবেদন শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এর আগে, গত ১০ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পদ্মা ব্যাংকের (সাবেক দি ফারমার্স ব্যাংক) অর্থ আত্মসাতের মামলায় সাহেদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ জুলাই সাহেদের মালিকানাধীন রিজেন্ট হাসপাতালের রাজধানীর উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাব। হাসপাতালগুলোতে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ মেলে।

অভিযানের পরদিন ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা হয়। পরে মামলার তদন্তের দায়িত্ব ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকে আত্মগোপন করে সাহেদ। নিজের গ্রেফতার এড়াতে নানা কৌশল অবলম্বন করেন তিনি। অবশেষে গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের পর তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।

১৬ জুলাই উত্তরা পশ্চিম থানার প্রতারণার মামলায় সাদেহের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পরে ২৬ জুলাই উত্তরা পশ্চিম থানায় তিনটি ও উত্তরা পূর্ব থানায় প্রতারণার মামলায় সাহেদের সাত দিন করে ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একইদিন সাতক্ষীরার অস্ত্র মামলায় তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।


Post Top Ad

Responsive Ads Here