সময় সংবাদ ডেস্ক//
রাজধানীর উত্তরখানে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. সোহাগ নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সে এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উত্তরখান রাজাবাড়ি খ্রিষ্টান পাড়ায় এ ঘটনা ঘটে।
শুক্রবার নিহতের বড় ভাই মো. সোলাইমান জানান, গতকাল রাতে এক রিকশাওয়ালাকে কিশোর গ্যাংয়ের সদস্যরা গালিগালাজ করে। এ সময় সোহাগ তার প্রতিবাদ করায় তাকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে উত্তরা নর্দান হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে কিশোর গ্যাংয়ের প্রধান হৃদয়কে প্রধান আসামি করে আরো ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। হত্যায় জড়িত সন্দেহে এরইমধ্যে বাবু, শাহিন, রায়হান ও সাব্বির নামে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ময়নাতদন্ত শেষে দুপুর ২টার দিকে উত্তরখানে মো. সোহাগের মরদেহ নিয়ে আসা হয়।