সময় সংবাদ ডেস্ক//
কক্সবাজারের পেকুয়ায় ভাতিজা মুহাম্মদ আলমগীরের কিরিচের কোপে চাচা আলী হোসেনের ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সদর ইউপির মইয়াদিয়া ষ্টেশনে এ ঘটনা ঘটে।
আহত আলী হোসেন মইয়াদিয়া গ্রামের নুর আহমদের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য আহতকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হামলাকারী আলমগীর একই এলাকার আশরাফ মিয়ার ছেলে।
আহত আলী হোসেনের এক আত্মীয় বলেন, আলী হোসেনের এক মেয়েকে অপহরণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার বাদী আলী হোসেন আর আসামি আলমগীর ও তার শ্যালক। গত দেড় মাস আগে হামলাকারী আলমগীরকে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। গত এক সপ্তাহ আগে কারাগার থেকে বের হয়ে মামলার বাদী আপন চাচাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল সে।
তিনি আরো বলেন, আলী হোসেন সকালে মইয়াদিয়া স্টেশন থেকে একটি মিশুকে করে পেকুয়া বাজারের দিকে আসছিলেন। কিছুদূর যাওয়ার পর ওঁৎপেতে থাকা আলমগীর আলী হোসেনের উপর কিরিচ নিয়ে হামলা চালায়। এতে তার হাত কব্জি পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় পালানোর চেষ্টা করলে এলোপাতাড়ি কোপায় আলমগীর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, আলী হোসেন নামে এক লোককে মারাত্মকভাবে আহতের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। হামলাকারীকে দ্রুত আটকের জন্য অভিযান অব্যাহত আছে।