মেহের আমজাদ,মেহেরপুর //
মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমান অন্যত্র বদলি হওয়ায় মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।পুলিশ সুপার এস এম মুরাদ আলি’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নবাগত অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, হাসিবুল আলম,মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান, ডি আই ও ওয়ান ফারুক হোসেন, ডিবির ওসি জুলফিকার আলী প্রমুখ। উল্লেখ্য অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান নীলফামারী জেলায় বদলী হওয়ায় জেলা পুলিশ মেহেরপুর এর উদ্যোগে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

