খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২০

খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কনস্টেবল গ্রেফতার


সময় সংবাদ ডেস্ক//
খাগড়াছড়ির দীঘিনালায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. নাজমুল হাসান নামে এক কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার মো. নাজমুল হাসান দীঘিনালা থানার আওতাধীন অটল টিলা পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

সোমবার বিকেলে ওই উপজেলার মেরুং ইউপির ভারী এলাকায় এ ঘটনা ঘটে। আটক কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেছেন ধর্ষণের শিকার ছাত্রীর বাবা।

মামলা সূত্রে জানা গেছে, অটল টিলা পুলিশ ক্যাম্পের পাশে বাড়ি হওয়ায় ওই স্কুলছাত্রীর সঙ্গে পরিচয় হয় কনস্টেবল নাজমুল হাসানের। সোমবার বিকেলে ক্যাম্পের পাশের জনজাগরণ বৌদ্ধ বিহারের পাশের বাগানে নিয়ে গিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। ওই সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে ক্যাম্প ইনচার্জ সন্তোষ কুমার মজুমদারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, ধর্ষণের অভিযোগে কনস্টেবল নাজমুল হাসানকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



Post Top Ad

Responsive Ads Here