জাতির পিতার সম্মান রক্ষায় ফরিদপুরে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের র‌্যালী ও সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১২, ২০২০

জাতির পিতার সম্মান রক্ষায় ফরিদপুরে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের র‌্যালী ও সমাবেশ


 

ফরিদপুর প্রতিনিধি :

“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” প্রতিপাদ্যকে ধারণ করে ফরিদপুরে র‌্যালী ও সমাবেশ করেছে জেলা প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসনসহ সরকারের সকল দপ্তর।


শনিবার সকাল সোয়া দশটায় জেলা পুলিশ লাইন থেকে একটি বিশাল র‌্যালী ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মোঃ আলীমুজ্জানের নেতৃত্বে বের হয়ে শহরের মুজিব সড়ক প্রদক্ষিণ করে কবি জসিম উদ্দীন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর আলোকপাত করে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। 

এসময় জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে জেলা ও দায়রা জজ সেলিম মিয়া, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী, ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম নকীবুল বারি, ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ সিদ্দিকুর রহমান, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ প্রমূখ বক্তব্য রাখেন। 


পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা।

অনুষ্ঠানের শুরুতে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের লেখা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ : বাংলাদেশ এর উপর মূল প্রবন্ধ পাঠ করেন সরকারী রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর রিজভী জামান। 


Post Top Ad

Responsive Ads Here