ফরিদপুরে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বিজয় দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১৬, ২০২০

ফরিদপুরে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে বিজয় দিবস পালন



ফরিদপুর  প্রতিনিধি :
নানা আয়োজনে মধ্য দিয়ে ফরিদপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে বুধবার ভোরে সুর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।


এরপর সকাল আটটায় শহরের গোয়ালচামটস্থ স্মৃতিস্তম্ভে ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপির পক্ষে পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন শুরু হয়।

এরপর জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠন, বিএনপি ও এর সহযোগি সংগঠন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর প্রেসক্লাব, চেম্বার অব কর্মাসসহ সরকারী-বেসরকারী, স্কুল-কলেজের প্রতিনিধিরা স্মৃতিস্তম্ভে পুস্প্যমাল্য অর্পন করে। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও প্যাগোডায় বিশেষ প্রার্থনার ব্যবস্থা নেওয়া হয়েছে। 


অপরদিকে সকাল সাড়ে ৯টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘শত সহস্র কন্ঠে’ জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এতে সরাসরি ও ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে দেশ ও দেশের বাইরে থেকে জাতীয় সংগীত গেয়ে উঠেন ১ লক্ষ ২০ হাজারের অধিক মানুষ। 


এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান সহ নানা শ্রেনি পেশার মানুষ।

Post Top Ad

Responsive Ads Here