ফরিদপুরে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসন একযোগে কাজ করবে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, ডিসেম্বর ০৭, ২০২০

ফরিদপুরে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসন একযোগে কাজ করবে

 

ফরিদপুর প্রতিনিধি :  
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করা ও ফরিদপুরের স্থানীয় সমস্যা মোকাবেলা করে উন্নয়ন ও মানবিকতায় শ্রেষ্ঠ জেলায় রূপান্তরের লক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের আয়োজনে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়েছে। জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সাথে সোমবার দুপুরে এ ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়। ‘মিট দ্যা প্রেস’ জেলায় এই প্রথম অনুষ্ঠিত হলো। 


জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। এসময় তিনি তার সময়ে নেয়া বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন সাংবাদিকদের কাছে। মিট দ্যা ডিসিতে জেলা প্রশাসক অতূল সরকার বলেন, ফরিদপুরে এক নতুন দিগন্তের সৃষ্টি হল; সাংবাদিকদের সাথে একযোগে কাজ করবে ফরিদপুর জেলা প্রশাসন। আমরা একসাথে কাজ করে ফরিদপুর জেলার অব্যাহত উন্নয়ন এগিয়ে নেব।  আগামীতে নির্দিষ্ট সময় অন্তর এই আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আসলাম মোল্লা, সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন, অধ্যাপক মোঃ শাহজাহান, পান্না বালা, বেলাল চৌধুরী, জুবায়ের জাকির, আবুল হোসেন আজাদ, আতম আমির আলি টুকু প্রমুখ।


অনুষ্ঠানের শুরুতে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। ‘মিট দ্যা প্রেস’ এ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ৬৩ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Post Top Ad

Responsive Ads Here