ফরিদপুরে শপথের আগেই কাজ শুরু কাউন্সিলর বিধান সাহার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ৩১, ২০২০

ফরিদপুরে শপথের আগেই কাজ শুরু কাউন্সিলর বিধান সাহার

 


ফরিদপুর প্রতিনিধি :
এখনো শপথ গ্রহন অনুষ্ঠিত হয়নি সদ্য অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভার নির্বাচনে বিজয়ী মেয়র ও কাউন্সিলরদের। এরই মাঝে নিজ অর্থায়নে কাজ শুরু করে দিয়েছেন ফরিদপুর পৌরসভার ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা। 


তিনি ভোটের আগে কথা দিয়েছিলেন ভোটে বিজয়ী হলে সরকারের অনুদানের আশায় বসে না থেকে নিজ অর্থায়নে কাজ শুরু করবেন এলাকার যে কোন সমস্যা সমাধানে। যে কথা, সেই কাজ প্রথমেই এলাকার ড্রেনেজ সমস্যা সমাধানে গত তিনদিন যাবত সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করছেন তিনি। তার ১৬ নং ওয়ার্ডের সিংপাড়া-রথখোলা এলাকার নষ্ট থাকা ড্রেনেজ সমস্যা দূরীকরনে কাজ করছেন। এছাড়া অসহায় তিনশত নারীদের দক্ষতা উন্নয়নে সেলাই মেশিন প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন এরই মাঝে যা শুরু হবে শুক্রবার থেকে। 


 

এলাকার রবি নামে এক ব্যক্তি বলেন, বিধান সাহা ভোটের আগেই কথা দিয়ে ছিলেন সরকারী টাকার জন্য বসে না থেকে এলাকার যেকোন সমস্যা সমাধানে তিনি কাজ শুরু করবেন নিজ অর্থায়নে। তার ভোটের আগে দেয়া সেই কথা অক্ষরে অক্ষরে পালন করছেন সেটা আমরা দেখতে পেলাম। তিনি বলেন এর আগে আমরা দেখেছি ভোটের আগে প্রার্থীরা অনেক কথা বলে কিন্তু সেই কথা রাখে না। বিধান সাহার ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ করছি।  


এ বিষয়ে কাউন্সিলর বিধান সাহা বলেন, বিগত বেশ কয়েক বছর যাবত এলাকা ও তার আশেপাশে হাজারো অসহায় মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছি। ভোটে কাউন্সিলর হিসেবে বিজয়ী হওয়ায় ওয়ার্ডবাসীর জন্য আরো কাজ করতে চাই। তিনি বলেন, আপনারা আমাকে নির্বাচনে বিজয়ী করেছেন এখন আমার লক্ষ্য ১৬নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দেওয়ার। তিনি বলেন আমি ভোটের আগে যে কথা দিয়েছি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করবো।



Post Top Ad

Responsive Ads Here