ফরিদপুরের দুর্গম চর এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এসপি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জানুয়ারী ০২, ২০২১

ফরিদপুরের দুর্গম চর এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন এসপি

 


সঞ্জিব দাস, ফরিদপুর :
ফরিদপুরের দুর্গম চর এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান(বিপিএম সেবা)। শুক্রবার রাতে সদর উপজেলার ডিগ্রিচর ইউনিয়নের পদ্মা নদীর দূর্গম চর এলাকায় গিয়ে তিনি শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় তিনি ছিন্নমূল, দুস্থ, শিশু, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হাজার খানেক শীতবস্ত্র বিতরণ করেন। কনকনে শীতে হঠাৎ কম্বল পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শীতার্ত মানুষেরা। 


এ সময় পুলিশ সুপার ছাড়াও ডিও ওয়ান আনোয়ার হোসেন সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 
এ বিষয়ে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন, বাংলাদেশ পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এই কনকনে শীতে কোনো দুস্থ পরিবার যেন শীতে কষ্ট না পায় এই জন্য তাদের পাশে এসে দাঁড়িয়েছি। তিনি বলেন পুলিশের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। 


উল্লেখ্য এবারের শীতে পুলিশ সুপার গরীব, অসহায়, শিশু ও ছিন্নমূল শীতার্ত মানুষের কথা চিন্তা করে তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলছেন জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু দিন যাবত। 

Post Top Ad

Responsive Ads Here