চরভদ্রাসন পদ্মায় নিখোঁজ শ্রমিকের লাশ ৩ দিন পর উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জানুয়ারি ১০, ২০২১

চরভদ্রাসন পদ্মায় নিখোঁজ শ্রমিকের লাশ ৩ দিন পর উদ্ধার



নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা রবিবার (১০ জানুয়ারী) বিকেল ৫টা গত তিনদিন যাবৎ নিখোঁজ শ্রমিক আবু তালেব (১৯) এর লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ও ডুবরী দল।  চরহরিরামপুর ইউনিয়নের দাই ডাঙ্গী গ্রাম পয়েন্টের থেকে তল্লাশী চালানোর একপর্যায়ে পাশ্ববর্তী  তোতার খেয়াঘাট নামক জলমহল থেকে উদ্ধার করে করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।


জানা যায়, বলগেট মজুর আবু তালেব নিখোঁজ হওয়ার পর সরকারি-বেসরকারি ডুবুরী দল, ফায়ার সার্ভিস, নৌপুলিশ সদস্যরা মিলে গত তিনদিন পর্যন্ত পদ্মা নদীতে তল্লাশি অভিযান পরিচালনা করেন। লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন, সেকেন্ড অফিসার ফিরোজ, এসআই আওলাদ, এসআই শিহাব ও নৌপুলিশের সদস্যবৃন্দ। 


নিহত শ্রমিক  বড়গুনা জেলার সদর উপজেলা নলি চক গাছিয়া গ্রামের মোঃ বাদলের ছেলে।সে উপজেলায় চলমান পদ্মা নদী ড্রেজিং কাজে বালুটানা জাহাজে কর্মরত ছিল। গত বৃহস্পতিবার সন্ধা ৭ টায় পদ্মা নদীর ড্রেজিং বালু লোড দিয়ে ফেরার সময় উক্ত মজুর বলগেটে থেকে পা পিছলে পদ্মা নদীতে পড়ে নিখোঁজ হয়।




Post Top Ad

Responsive Ads Here