পৌরসভার সফলতা পৌরবাসির আর ব্যর্থতার দায় আমার- সদ্য সাবেক পৌর মেয়র মেথু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, জানুয়ারী ০৬, ২০২১

পৌরসভার সফলতা পৌরবাসির আর ব্যর্থতার দায় আমার- সদ্য সাবেক পৌর মেয়র মেথু



ফরিদপুর প্রতিনিধি :  
ফরিদপুর পৌরসভা নির্বাচনের পর সদ্য বিদায়ী মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেছেন পৌরসভার সকল সফলতা পৌরবাসির আর যতো সব ব্যর্থতার দায় আমার। তিনি বলেছেন, মেয়রের দ্বায়িত্ব পালনকালে অনেক কাজ শুরু করার পরেও সমাপ্ত করে যেতে পারিনি এটিই আমার মেয়র জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা।


র্দীঘ দশ বছর মেয়র থাকার পর নিজের সাফল্য ও ব্যর্থতা প্রসঙ্গে গত মঙ্গলবার (৫ জানুয়ারী) রাতে পৌরসভার হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ মাহতাব আলী মেথু এসব কথা বলেন। তিনি বলেন, দ্বায়িত্ব গ্রহণকালে বকেয়া বিদ্যুৎ বিলসহ নানা প্রতিবন্ধকতা নিয়ে কাজ শুরু করেছিলাম। আজ এই বিদায়কালে ফরিদপুর পৌরসভার কোন দেনা নেই, এটিই আমার সবচেয়ে বড় সফলতা। তার সময়ে কোন ভুল ক্রটি হলে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন তিনি। 


সংবাদ সম্মেলনে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী মো. শাহজাহান, নির্বাহী প্রকৌশলী মো. সামসুল আলম, পৌর কাউন্সিরর নাসিরুদ্দিন মিলার ও আব্দুল মান্নান মানা, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন সহ প্রিন্ট ও টিভি মিডিয়ার স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


ফরিদপুর পৌরসভার সর্বশেষ সাধারণ নির্বাচনে গত ১০ ডিসেম্বর মেয়র নির্বাচিত হন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অমিতাভ বোস। মঙ্গলবার (৫ জানুয়ারী) ঢাকায় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ সম্পন্ন হয়। বুধবার বেলা ১১টার দিকে পৌরসভায় এলেও মেয়রের কক্ষে যাননি অমিতাভ বোস। আগামী রোববার তিনি আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে।

Post Top Ad

Responsive Ads Here