আকমল হত্যার নিরপেক্ষ তদন্তের দাবীতে সাত ইউপি চেয়ারম্যানের সাক্ষাত এসপির সাথে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ৩০, ২০২১

আকমল হত্যার নিরপেক্ষ তদন্তের দাবীতে সাত ইউপি চেয়ারম্যানের সাক্ষাত এসপির সাথে


 

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পোয়াইল গ্রামের বাসিন্দা আকমল শেখ (৬০) হত্যা মামলার নিরপেক্ষ ও সঠিক তদন্তের দাবীতে ফরিদপুরের পুলিশ সুপার মো: আলিমুজ্জামান এর কাছে দেখা করে  উপজেলার সাত ইউনিয়নের চেয়ারম্যানরা নিরপেক্ষ ও সঠিক তদন্তের জন্য আবেদন জানিয়েছেন। 

জানা যায়, রোববার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আলম মিনা মুকুল, ময়না ইউপি চেয়ারম্যান নাসির মো. সেলিম, সাতৈর ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান মোল্যা, শেখর ইউপি চেয়ারম্যার মো. ইস্রাফিল মোল্যা, ঘোষপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক হোসেন, বোয়ালমারী সদর ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান, দাদপুর ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন পুলিশ সুপারের সাথে তার কার্যালয়ে স্বাক্ষাত করেন। 

এ সময় চেয়ারম্যানরা উপজেলা যুবলীগ নেতা ও চতুল ইউপির চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটুকে আকমল হত্যা মামলায় মিথ্যা ষড়যন্ত্রমুলকভাবে হুকুমের আসামি করা হয়েছে এবং এই হত্যা মামলার সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলে পুলিশ সুপারের কাছে তারা দাবী করেন। এই মামলার নিরপেক্ষ ও সঠিক তদন্তের দাবী জানান এসময় তারা। 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যার নাসির মো. সেলিম, নুরুল আলম মিনা মুকুল, মোশাররফ হোসেন বলেন, আমরা সাত ইউপি চেয়ারম্যান গত রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয় গিয়ে স্বাক্ষাত করি। এ সময় আকমল হত্যা মামলার সাথে চেয়ারম্যান শরিফ সেলিমুজ্জামান লিটুর কোন সম্পৃক্ততা নেই বলে জানাই। তাকে এই হত্যা মামলায় ষড়যন্ত্রমুলকভাবে আসামি করা হয়েছে। তারা আরো জানান, এই হত্যার সাথে যদি শরীফ সেলিমুজ্জামান লিটু জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় এনে বিচার দাবি করেন। আর যদি জড়িত না থাকে তাহলে এই হত্যা মামলা থেকে তাকে অব্যহতি দেওয়ার কথা জানান। 

উল্লেখ্য গত ১৭ মার্চ রাতে কৃষক আকমল শেখকে দুবৃর্ত্তরা হত্যা করে। এ ঘটনায় নিহতের ছেলে ইব্রাহিম শেখ বাদি হয়ে শরীফ সেলিমুজ্জামান লিটুকে হুকুমের আসামি করে ১৭ জনের নাম উল্লেখ করে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেন।


Post Top Ad

Responsive Ads Here