ফরিদপুরে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ৩০, ২০২১

ফরিদপুরে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত


©
ফরিদপুর প্রতিনিধি :
২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের হতাহতের ঘটনার প্রতিবাদে ফরিদপুর জেলা বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 


মঙ্গলবার বিকেল ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মোদরেছ আলী ইছার সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। 


এসময় শামা ওবায়েদ বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের দিনে আমার ভাইয়েরা কেন রক্ত দেবে। তিনি বলেন এর আগে ৫০ বছর আগে মুক্তিযুদ্ধের সময় আমরা রক্ত দিলাম। তাহলে স্বাধীনতার ৫০ বছর পরে কেন আবার রক্ত দিতে হবে। তিনি অনতিবিলম্বে সরকারের পদত্যাগ দাবী জানান প্রতিবাদ সভা থেকে।


এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকু, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ। 

Post Top Ad

Responsive Ads Here