মেহের আমজাদ,মেহেরপুর :
মেহেরপুরের গাংনীতে এক আত্মীয়কে দাফন কাজে অংশ নিতে গিয়ে সড়ক দূর্ঘটনায় ওমর আলী (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
এ সময় তার ছোট ছেলে নকরুল ইসলাম (৪২) আহত হয়েছেন। ৩ সন্তানের জনক নিহত ওমর আলী গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের চিৎলা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। আহত নকরুল নিহত ওমর আলীর ছোট ছেলে।গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলার চান্দামারী-শানঘাট সড়কে মালবাহি একটি ট্রলির সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,ওমর আলী ও তার ছোট ছেলে একটি মটরসাইকেলযােগে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী গ্রামে একটি আত্মীয়কে দাফন কাজে অংশ নিতে যাচ্ছিলেন। মটরসাইকেল চালাচ্ছিলেন নকরুল। তারা আড়পাড়া হয়ে শানঘাট ও চান্দামারী গ্রামের মাঝামাঝি সড়কে পৌঁছালে,নিয়ন্ত্রণ হারিয়ে একটি শ্যালোইঞ্জিন চালিত মালবাহি ট্রলির সাথে ধাক্কা লাগে।ওই ধাক্কায় ওমর আলী ও তার ছেলে সড়ক ছিটকে পড়ে গুরুত্বর ভাবে আহত হন। এসময় পথচারীরা আহত পিতা-পুত্রকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক ওমর আলীকে মৃত ঘোষণা করেন। আহত নকরুলকে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করলে নকরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। গাংনী থানার ওসি বজলুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।