আলফাডাঙ্গা পৌর ভবনের নির্মাণ কাজের উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ০৪, ২০২১

আলফাডাঙ্গা পৌর ভবনের নির্মাণ কাজের উদ্বোধন



বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

 ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার আধুনিক বহুতল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।


ভবন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে রবিবার পৌরসদরের আলফাডাঙ্গা-কাশিয়ানী সড়কের কুসুমদি ভবন নির্মাণ এলাকার নির্ধারিত স্থানে রবিবার বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।


পৌর মেয়র সাইফুর রহমানের সভাপতিত্বে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল হাসান, আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেন, পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনায়েত হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিমের পরিচালনায় ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর মিজানুর রহমান খান,  বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কাউন্সিলরবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ৪ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে এক একর ৪ শতাংশ জমির ওপর পৌর ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে আলফাডাঙ্গা পৌরসভা।



Post Top Ad

Responsive Ads Here