পটুয়াখালীতে ভয়াবহ রুপ নিয়েছে ডায়রিয়া - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২১, ২০২১

পটুয়াখালীতে ভয়াবহ রুপ নিয়েছে ডায়রিয়া



নিজস্ব প্রতিবেদক:


 পটুয়াখালীতে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। এ রোগে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে অন্তত ৬০ জন রোগী পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। ডায়েরিয়া ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক শয্যা না থাকায় করিডোরের মেঝেতে ঠাঁই হয়েছে রোগীদের।


হাসপাতাল সুত্রে জানাগেছে, এক সপ্তাহে প্রতিদিন ১০ জন করে রোগী পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের ডায়রিয়া বিভাগে ভর্তি হয়েছে। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। মার্চের মাঝামাঝি থেকে ডায়রিয়ার প্রকোপ বাড়তে থাকে। সবশেষ ব  পর্যন্ত ৭৯ জন রোগী ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে।


পটুয়াখালী ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ডায়রিয়া বিভাগে মাত্র ১৫টি বেড রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক বেড না থাকায় রোগীরা  হাসপাতালে মেঝেতে ও করিডোরে বিছানায় শুয়ে চিকিৎসা সেবা গ্রহণ করছে। এতে করে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। তাদের মধ্যে শিশু, নারী ও বৃদ্ধ বেশি। মেঝের নোংরা ও অপরচ্ছিন্ন পরিবেশে গাদাগাদি করে থাকতে হচ্ছে তাদের। 

অতিরিক্ত রোগীর কারনে মিলছে সময় মত স্যালাইন এতে রোগিদের যুকি বৃদ্ধি পাচ্ছে। পটুয়াখালীর সর্বস্তরের পানি হঠাৎ করে লবনাক্ত হয়ে যাওয়ার এমন সমস্যা দেখা দিচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের।




Post Top Ad

Responsive Ads Here