কাউখালীতে ডায়রিয়া প্রকোপ দিন দিন বাড়ছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২১, ২০২১

কাউখালীতে ডায়রিয়া প্রকোপ দিন দিন বাড়ছে



পিরোজপুর প্রতিনিধি:

 পিরোজপুরের কাউখালীতে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ডায়রিয়া। স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি রোগী আসায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। 


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডায়রিয়া ওয়ার্ডকে করোনা ওয়ার্ড বানোনোর ফলে এখন সাধারণ নারী ও পুরুষ ওয়ার্ডে অন্য রোগী কম থাকায় সাধারণ ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে ডায়রিয়া রোগী। এতেও সংকুলান হচ্ছে না। বাড়তি বেড এনেও রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না। রোগীদের বারান্দায় ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। ঝুঁকিমুক্ত হলেই রোগীদের ছাড়পত্র দেওয়া হচ্ছে।


স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত৩ দিনে মোট ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। সোমবার থেকে প্রতিদিনিই এখানে গড়ে ২৫-৩০ জন করে রোগী ভর্তি হচ্ছেন। এদের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। বেসরকারি হিসেবে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা প্রতিদিন ৫০-৬০ জনের বেশি হবে। বেশির ভাগ রোগি বেসরকারি হাসপাতালের তত্বাবাধনে বাড়িতে বসে চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।


সিনিয়র স্টাফ নার্স ফারজানা মুনমুন বলেন, ডায়রিয়া রোগীদের চাপ বেশি থাকায় আমাদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ১৬ জন। আমরা রোগীদের যথাসাধ্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান বলেন, ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ওষুধ, স্যালাইন সরবরাহ রয়েছে তাবে আইভি স্যালাইনের সংকট রয়েছে। গরমের কারণে ডায়রিয়া বেড়েছে। অতীতের যেকোনো বছরের তুলনায় এবার ডায়রিয়ায় আক্রান্তের হার বেশি। এর হাত থেকে রক্ষা পেতে হলে সবাইকে স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


Post Top Ad

Responsive Ads Here