মধুখালী প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের অভ্যন্তরে ভিআইপি ডাক বাংলোর অস্থায়ী কেয়ারটেকার সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে প্রতিবেশী এক নারীকে লাঞ্চনার অভিযোগ উঠেছে।
সরেজমিনে জানা যায় উপজেলার গোন্দারদিয়া কলেজ পাড়া এলাকায় শিরিনা বেগম তার অসুস্থ স্বামী মোস্তফা ও দুটি শিশু সন্তানসহ ভাড়া বাসায় বসবাস করেন। গত ১২ এপ্রিল শিরিনা বেগমের পুত্র নয়ন শেখ (৭) কর্তৃক আম ছেঁড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। শিরিনা বেগম অভিযোগ করেন উক্ত ঘটনার পর সাখাওয়াত হোসেন অজ্ঞাত ব্যক্তিকে সাথে নিয়ে তার ভাড়াকৃত বাসায় উপস্থিত হন এবং তার স্বামীর নাম ধরে ডাকাডাকি করতে থাকেন। এসময় তিনিও তার স্বামীর সাথে বাইরে আসলে পূর্বের ঘটনাকে কেন্দ্র করে পূনরায় তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে সাখাওয়াত হোসেন লাঠি দিয়ে তাকে মারধোর করে লাঞ্ছিত করে এবং ভাড়া বাসা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হুমকি দেয়। পরবর্তীতে শিরিনা বেগের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন থাকার পর মধুখালী থানা পুলিশকে অবহিত করেন মর্মে এই প্রতিবেদককে জানান। তিনি আরও বলেন সাখাওয়াত হোসেন সরকারি ডাক বাংলোতে চাকুরী করায় ক্ষমতার অপব্যবহার করে আমাকে লাঞ্ছিত করেছে।
নামপ্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা জানান ঘর থেকে তারা হট্টগোলের শব্দ শুনেছেন।
সংশ্লিষ্ট বিষয়টি তদন্তকারী কর্মকর্তার নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন শিরিনা বেগম থানায় এসেছিলেন। তার বক্তব্যের সত্যতা অনুসন্ধান চলছে।