বাংলাদেশের গাড়ি চুরিচক্রের অন্যতম প্রধান ল্যাংড়া তালেব বিদেশী পিস্তল-গুলিসহ আটক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ২১, ২০২১

বাংলাদেশের গাড়ি চুরিচক্রের অন্যতম প্রধান ল্যাংড়া তালেব বিদেশী পিস্তল-গুলিসহ আটক


 

হবিগঞ্জ প্রতিনিধি:


হবিগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আন্তঃজেলা গাড়়ি চোর চক্রের মূল হোতা আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব ও তার ৫ সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৪টি চোরাই সিএনজি, বিদেশী রিভালবার ও দুটি গুলি ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। 

সিলেট বিভাগের বিভিন্ন স্থান হতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে, ক্রাইম প্রিভেশন কোম্পানি-১ র‌্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান, হবিগঞ্জ জেলাসহ সিলেট ও বি-বাড়িয়া এলাকার ড্রাইভারদের কাছে এক আতংকের নাম আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব। তার বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ১৪টিরও অধিক মামলা রয়েছে। বিষয়টি র‌্যাবের নজরে আসলে বুধবার ভোরে শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকা থেকে তালেবকে গ্রেফতার করা হয়।

পরে তার দেয়া তথ্য মতে মাধবপুর থানা এলাকা থেকে ১ সিএনজিসহ ২ জনকে ও বাহুবল এবং মৌলভীবাজার সদর থানা থেকে ৩টি চোরাই সিএনজিসহ অন্য ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। 

তিনি আরো জানান, আসামীদের কাছ থেকে ৪টি চোরাই সিএনজি, ১টি বিদেশী অত্যাধুনিক রিভালবার দুটি গুলিসড় ও ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আসামীদের জিজ্ঞাসাবাদ এখনো চলছে রাতে থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।


আটককৃত চোর চক্ররের সদস্যরা হল, হবিগঞ্জ জেলা শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মোঃ আব্দুল শহিদের পুত্র মোঃ আবু তালেব ওরফে ল্যাংড়া তালেব (৪৫), হবিগঞ্জ সদর উপজেলার মিডাপুর গ্রামের মৃত আবুল হকের পুত্র ফজলু মিয়া (৫০), রজবপুর গ্রামের দরবেশ আলীর পুত্র ফজলু মিয়া (৩৫), বাহুবল উপজেলার নন্দনপুর গ্রামের বাবুল মিয়ার পুত্র ইব্রাহিম আহমেদ সুজন (২২), নবীগঞ্জ উপজেলার বনগাও গ্রামের মৃত মায়া উদ্দিনের পুত্র বদরুজ্জামান (২৩) ও একই উপজেলার বুড়িনাও গ্রামের মৃত আফতাব উদ্দিনের পুত্র সাইদ মিয়া (৩৫)। 

বুধবার বিকেল সাড়ে ৫ টার দিকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে ক্রাইম প্রিভেশন কোম্পানি-১ র‌্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান নিশ্চিত করেন ।





Post Top Ad

Responsive Ads Here