হবিগঞ্জ প্রতিনিধি:
স্থানীয়রা জানান, প্রতিদিনের ন্যায় বুধবার (২১ এপ্রিল) সকালে তাহির মিয়া অফিসে যাওয়ার জন্য মোটর সাইকেল যোগে রওয়ানা দেন । পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর পৌছলে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তার মোটরসাইকেলের সাথে চাপা দিলে ঘটনাস্থলেই তাহির মিয়া মৃত্যু হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে। এবং আহত অপর জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।