মধুখালীতে স্বেচ্ছাসেবকলীগের সন্মেলন অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ০৭, ২০২১

মধুখালীতে স্বেচ্ছাসেবকলীগের সন্মেলন অনুষ্ঠিত

 


আরাফাত হোসেন রাজিব, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ


 ফরিদপুরের মধুখালী উপজেলার স্বেচ্ছাসেবকলীগের ডুমাইন ইউনিয়ন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সন্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত আলী জাহিদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের কার্যকরী সদস্য আদনান সুমন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফায়সাল আহম্মেদ রবিন, মধুখালী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহ্বায়ক, মির্জা আব্বাস হোসেন, সুজিত কুমার ঘোষ, মোঃ এনামুল হক মাহবুব, আবুল কালাম খোকন প্রমূখ। সম্মেলনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন যথাক্রমে শাহ্ নাইমুজ্জামান নাঈম ও ইঞ্জিনিয়ার ফকির আহমেদ মিছিল। 

জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন পর হলেও সম্মেলনের মধ্য দিয়ে কমিটি গঠন সম্পন্ন হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন বলেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিকদের হাতে দায়িত্বভার অর্পণ করতে পারায় এই কমিটি সাংগঠনিক কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করতে সক্ষম হবে। মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের   আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদ নবনির্বাচিত নেতৃত্ব কে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানে ডুমাইন ইউপি চেয়ারম্যান, ডুমাইন ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সন্মেলন শেষে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। 



Post Top Ad

Responsive Ads Here