বিয়ের পিঁড়িতে বসা হলোনা এএসআই সালাউদ্দিনের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১২, ২০২১

বিয়ের পিঁড়িতে বসা হলোনা এএসআই সালাউদ্দিনের


 


সময় সংবাদ ডেস্কঃ


মাদকবাহী গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন চট্টগ্রামের চান্দগাঁও থানার এএসআই কাজী সালাউদ্দিন। শুক্রবার ভোরে মেহেরাজখান ঘাটা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন লক্ষীপুর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা কাজী নাদেরুজ্জামান পাটওয়ারীর ছেলে। ২০১৮ সালে তিনি চান্দগাঁও থানায় যোগদান করেন।


নিহত সালাউদ্দিনের মৃত্যুতে ভেঙে পড়েছেন তার পিতা। ছেলের শোকে তার কান্না কেউই থামাতে পারছে না। কান্না থামানোর ভাষা খুঁজে পাচ্ছে না আত্মীয়-স্বজনরা।


নাদেরুজ্জামান পাটওয়ারী বলেন, গত পরশু আমার সঙ্গে সালাউদ্দিন কথা হয়েছে। আগামী সপ্তাহে বাড়িতে আসবে বলেছিল। কিন্তু আমার সালাউদ্দিন লাশ হয়ে বাড়িতে ফিরেছে। তারা আমার সালাউদ্দিনকে জীবন্ত বাড়ি ফিরতে দিল না।


নিহত এসআই সালাউদ্দিন লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিণ জয়পুর গ্রামের বাসিন্দা। শুক্রবার বিকেলে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক উপস্থিত ছিলেন।


জানা গেছে, মাদক পরিবহনের খবরে একটি মাইক্রোবাসকে চট্টগ্রামের চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথায় থামার জন্য সালাউদ্দিন সংকেত দেয়। কিন্তু মাইক্রোবাসটি না থামিয়ে উল্টো তাকে পিষে দিয়ে চলে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সালাউদ্দিন একই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছিলেন। তার বাবা কাজী নাদেরুজ্জামান অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল।


সালাউদ্দিনের মামাতো বোন শাহনাজ আক্তার বিন্দু বলেন, আমার ভাইয়া প্রায় ১৫ বছর পুলিশে চাকরি করে। তার বিয়ে ঠিক হয়েছিল। তিনি বাড়িতে আসলে বিয়ের তারিখ ঠিক করার কথা ছিল। মামার সঙ্গে তার শেষ বুধবার কথা হয়েছে। ভাইয়া আগামী সপ্তাহে আসবেন বলে জানিয়েছেন। কিন্তু ভাইয়াকে লাশ হয়ে ফিরতে হলো। মামার কান্না থামানো যাচ্ছে না। ভাইয়াকে যারা হত্যা করেছে, আমরা তাদের উপযুক্ত বিচার চাই।

Post Top Ad

Responsive Ads Here