ঢামেকে দালালি, ২৪ জনের জেল - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ১০, ২০২১

ঢামেকে দালালি, ২৪ জনের জেল


 


সময় সংবাদ ডেস্কঃ


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালি করতে গিয়ে আটক ২৪ দালালকে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা অভিযানে আটকদের এ সাজার আদেশ দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। এ সময় র‌্যাব ও হাসপাতালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঢামেক হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এ দালালরা ঢামেক হাসপাতালে আসা নিরীহ রোগীদের সরকারি হাসপাতালের চেয়েও কম খরচে পরীক্ষা-নিরীক্ষা ও খ্যাতনামা অধ্যাপকদের দিয়ে দ্রুত অস্ত্রোপচারের সুব্যবস্থা করার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত। হাতেনাতে গ্রেফতারের পর তারা সবাই অভিযোগ স্বীকার করেছেন।

Post Top Ad

Responsive Ads Here