এবারও বিশ্বসেরা বাংলাদেশের পুঁজিবাজার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুন ১২, ২০২১

এবারও বিশ্বসেরা বাংলাদেশের পুঁজিবাজার


সময় সংবাদ ডেস্কঃ



আবারো বিশ্বের সেরা হিসেবে নাম লিখিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার। বিশ্বের সবকটি পুঁজিবাজারকে পেছনে ফেলে চলতি বছরের মে মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিশ্বের সেরা পুঁজিবাজারের স্থান দখল করেছে। 

ফ্রন্টিয়ার জার্নালের সম্প্রতি এক প্রতিবেদন অনুযায়ী, করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় অর্থাৎ গত মে মাসে ডিএসইর বিনিয়োগকারীরা মুনাফা বা রিটার্ন পেয়েছেন ৯ দশমিক ৪ শতাংশ। আর এ কারণেই সেরা পুঁজিবাজারের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিএসই।


এতে আরো বলা হয়েছে, এছাড়া পাকিস্তান ৮ দশমিক ৫ শতাংশ এবং ভিয়েতনাম ৭ দশমিক ২ শতাংশ, চায়না ৬ দশমিক ৬ শতাংশ, ফিলিপাইনস ৫ দশমিক ৩ শতাংশ, কাজাকিস্তান ৪ দশমিক ৭ শতাংশ, শ্রীলংকা ২ দশমিক ৫ শতাংশ, থাইল্যান্ড শূন্য দশমিক ৬ শতাংশ, ইন্দোনেশিয়া শূন্য দশমিক ৩ শতাংশ রিটার্ন পেয়েছে।


এর আগে গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে রিটার্নের দিক দিয়ে বিশ্বের সেরা পুঁজিবাজারের তালিকায় উঠে আসে ডিএসইর নাম। এর ফলে তৃতীয়বারের মতো ডিএসই বিশ্বসেরা পুঁজিবাজারের তালিকায় উঠে এলো।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর নেতৃত্বাধীন নতুন কমিশন দায়িত্ব নেয়ার পর থেকে পুঁজিবাজার ইতিবাচক ধারায় ফিরেছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বাজারমুখী হচ্ছেন। ফলে বাজারে সূচক ৬ হাজার পয়েন্ট অতিক্রম করারও রেকর্ড গড়েছে।


আর বাজার ভালো হওয়াতেই বিনিয়োগকারীরা ভালো রিটার্নও পেয়েছেন। এছাড়া বর্তমান কমিশন বাজারের উন্নয়নে নানা ধরনের উদ্যোগ হাতে নিয়েছে। এগুলো বেশ কার্যকরী হয়ে উঠেছে।

Post Top Ad

Responsive Ads Here