সময় সংবাদ ডেস্কঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জে নিজ ঘর থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে মোড়েলগঞ্জ থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় ঘরের আড়া থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ নামান তার মা। পরে রাতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মাহিমা আক্তার স্থানীয় রূপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্রী ছিল। সে নিশানবাড়িয়া গ্রামের আব্দুল গফ্ফার হাওলাদারে মেয়ে। মাহিমার বাবা আব্দুল গফ্ফার কয়েক বছর ধরে নিখোঁজ রয়েছেন। তার মায়ের নাম মাসুরা বেগম।
নিহতের মা মাসুরা বেগম বলেন, মাহিমাকে ঘরে রেখে পাশের বাড়িতে গিয়েছলাম। সন্ধ্যার কিছু আগে বাড়ি ফিরে দেখি মেয়ে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তবে কেন এমন করলো কিছুই বুঝতে পারছি না।
মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মাহিমার মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি আত্মহত্যা না হত্যা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলা হচ্ছে।