চরভদ্রাসনের পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নারী নিহত, আহত ৮ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫

চরভদ্রাসনের পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নারী নিহত, আহত ৮

চরভদ্রাসনের পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নারী নিহত, আহত ৮
চরভদ্রাসনের পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় নারী নিহত, আহত ৮




নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে ভয়াবহ স্পিডবোট দুর্ঘটনায় দুর্গা রানী রায় (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোপালপুর ঘাট থেকে দোহারের চরমৈনট ঘাটে যাওয়ার পথে নদীতে প্রবল ঢেউয়ের আঘাতে স্পিডবোটের তলা ফেটে গিয়ে ডুবে যায়।


প্রায় পৌনে এক ঘণ্টা পর আরেকটি স্পিডবোট ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে। নিহত দুর্গা রানী রায় চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বাসিন্দা বিমল রায়ের স্ত্রী।আহতদের মধ্যে নিহতের তিন বছরের নাতি লক্ষণ রায়ও রয়েছেন।


যাত্রী মাসুদ আলম বলেন,“এ ধরনের স্পিডবোটে সাধারণত ১২ জন যাত্রী পরিবহন করা হয়। কিন্তু দুর্ঘটনাকবলিত বোটে ১৮ জন যাত্রী তোলা হয়েছিল। নদীর স্রোত ও ঢেউয়ের আঘাতে বোটের তলা ফেটে গেলে সেটি ডুবে যায়।”


চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান,“আমাদের এখানে একজন নিহত ও ৮ জন আহতকে আনা হয়। এর মধ্যে গুরুতর আহত মারিয়াকে শ্বাসকষ্ট দেখা দেওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”


চরভদ্রাসন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. মর্তুজা ফকির বলেন, “ঘটনাস্থল থেকে একজনের মরদেহ এবং ১৭ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বোটটির তলা ফেটে পানি ঢুকে ডুবে যায়। একজন গুরুতর রোগীকে ফরিদপুরে পাঠানো হয়েছে।”


Post Top Ad

Responsive Ads Here