
নারী ইউপি সদস্যের বিরুদ্ধে তিন নারীকে মারধরের অভিযোগ
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের আলফাডাঙ্গায় মোসা. তানিয়া বেগম নামে এক নারী ইউপি সদস্যের নেতৃত্বে প্রতিপক্ষের তিন নারীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহতদের মধ্যে একজন বয়স্ক নারী এবং তার দুই পুত্রবধূ রয়েছেন। ঘটনার পর ভুক্তভোগীরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।আহতরা হলেন—মৃত হামেদ মোল্যার স্ত্রী রোমেসা বেগম (৬৫), তার পুত্রবধূ রাশিদা বেগম (৩৫) এবং হাসিনা বেগম (৪০)। বর্তমানে তিনজনই আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
অভিযুক্ত তানিয়া বেগম বুড়াইচ ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী সদস্য এবং হেলেঞ্চা গ্রামের মৃত সাইদ শেখের স্ত্রী।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে—দীর্ঘদিন ধরে রোমেসা বেগমের সঙ্গে ইউপি সদস্য তানিয়া বেগমের জমিজমা নিয়ে বিরোধ চলছিল, বিষয়টি আদালতেও বিচারাধীন। এরই জেরে শুক্রবার সকালে তানিয়া বেগম তার দুই ছেলে—ইমরান শেখ ও ইমদাদুল শেখসহ কয়েকজনকে নিয়ে রোমেসা বেগমের বাড়িতে হামলা চালায়।
হামলায় রাশিদা ও হাসিনা বেগম গুরুতর আহত হন। তাদের রক্ষা করতে গেলে বৃদ্ধা রোমেসা বেগমকেও মারধর করা হয়। পরে স্বজনরা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য তানিয়া বেগম অভিযোগ অস্বীকার করে বলেন,“আমরা কাউকে মারিনি। বরং তারাই আমার ছেলে ও মেয়েকে মারধর করেছে।”
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম বলেন,“লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
