![]() |
| খাগড়াছড়িতে অনুমতিহীনভাবে আবাসিক ভবনে অবস্থান, দুই চীনা নাগরিক আটক |
মো. নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
খাগড়াছড়ির রামগড় উপজেলায় অনুমতিহীনভাবে আবাসিক ভবনে অবস্থান করার অভিযোগে দুই চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রামগড় পৌরসভার বাজার এলাকার ইলিয়াছ হোসেন মালিকানাধীন একটি ভবনের চতুর্থ তলা থেকে তাদের হেফাজতে নেওয়া হয়।
আটক চীনা নাগরিকরা হলেন—জিয়াং ছেংথং এবং টেং তংগু। তারা বৈধ কাগজপত্র ছাড়াই রামগড়ে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের কাছ থেকে ল্যাপটপসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি ডিভাইস জব্দ করা হয়েছে। এসব ডিভাইসের ব্যবহার ও কার্যকারিতা যাচাইয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহযোগিতা নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত ১২ নভেম্বর চট্টগ্রামের কুমিরায় অবস্থিত ‘অবর্না ক্লাসিক’ নামে একটি অ্যালুমিনিয়াম কোম্পানির ফোরম্যান মো. রোকন উদ্দিনের মাধ্যমে তারা রামগড়ে আসেন। পরে ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে কোনো বৈধ অনুমতিপত্র ছাড়াই ওই বাসাটি ভাড়া নেন। ভবন মালিককে তারা জানান, ইলেকট্রনিকস আমদানি-রপ্তানির কাজ করবেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে বিদেশি নাগরিকদের বিশেষ অনুমতি আবশ্যক। কিন্তু তাদের কাছে এমন কোনো অনুমতিপত্র পাওয়া যায়নি।”
পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

