![]() |
| আলফাডাঙ্গায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র্যালি |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়। ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশনায় এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। দেশপ্রেম, সংহতি ও বিপ্লবের চেতনায় মুখর হয়ে ওঠে পুরো আলফাডাঙ্গা পৌর শহর।
বর্ণাঢ্য র্যালিটি আলফাডাঙ্গা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।
বক্তারা বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সব সময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে। বিপ্লব ও সংহতির এই চেতনা আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।”
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওহাব পান্নু মিয়া, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ এবং সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আরব প্রমুখ।

