শামসুদ্দিন মিয়া ঝুনুর পক্ষে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

শামসুদ্দিন মিয়া ঝুনুর পক্ষে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

শামসুদ্দিন মিয়া ঝুনুর পক্ষে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ
শামসুদ্দিন মিয়া ঝুনুর পক্ষে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে ফরিদপুরের আলফাডাঙ্গায় লিফলেট বিতরণ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। ন্যায়, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এই কর্মসূচি বাস্তবায়নের বার্তা পৌঁছে দেওয়া হয় প্রতিটি মানুষের কাছে।


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ফরিদপুর-১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী শামসুদ্দিন মিয়া ঝুনুর পক্ষে আলফাডাঙ্গা সদর বাজারের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।


লিফলেট বিতরণের সময় বিএনপির নেতারা বলেন, “৩১ দফা হলো গণমানুষের চুক্তিপত্র, যেখানে রয়েছে ন্যায়, উন্নয়ন ও স্বাধীনতার নিশ্চয়তা। বিএনপি বিশ্বাস করে, গণতন্ত্রই জনগণের আসল শক্তি।”


তারা আরও বলেন, বিএনপি ঘোষিত এই কর্মসূচি দেশের জনগণের মুক্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে ন্যায়ভিত্তিক, সমতাপূর্ণ ও উন্নত রাষ্ট্র কাঠামো গড়ে উঠবে।


লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন—আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ুম শিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান ইয়ানুর, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ও আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সাজিম প্রমুখ।


Post Top Ad

Responsive Ads Here