আমতলীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই স্বর্ণা পরিবহন বাস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

আমতলীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই স্বর্ণা পরিবহন বাস

 

আমতলীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই স্বর্ণা পরিবহন বাস
আমতলীতে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই স্বর্ণা পরিবহন বাস

আমতলী (বরগুনা) প্রতিনিধি :

বরগুনার আমতলীতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে স্বর্ণা পরিবহনের একটি বাস। আগুনে পুড়ে মালিক শহীদ দেওয়ানের ২৫ বছরের সংগ্রহে গড়া স্বপ্ন মুহূর্তে ভস্মীভূত হয়ে যায়। বৃহস্পতিবার মধ্যরাতে আমতলী পৌরসভার ফেরিঘাট সড়কের গাজী বাড়ির সামনে পাকিং করা বাসটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, ঘটনাস্থলে মোট ৮টি বাস পার্কিং করা ছিল। সামনের সারিতেই ছিল স্বর্ণা পরিবহন বাসটি। মধ্যরাতে দুর্বৃত্তরা হঠাৎই বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক।


ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ খান, পৌর যুবলীগ সদস্য তন্ময় গাজী, কাওসার রনি ও সগির মল্লিককে পুলিশ আটক করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান। তিনি বলেন, “অগ্নিকাণ্ডে জড়িত অন্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


বাসের মালিক শহীদ দেওয়ান অভিযোগ করে বলেন, “দুর্বৃত্তরা পরিকল্পিতভাবেই আমার বাসে আগুন দিয়েছে। ফায়ার সার্ভিস আরও দ্রুত এলে এতো ক্ষতি হতো না।”


তার ছোটভাই আঠারোগাছিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য বাতেন দেওয়ান দাবি করেন, “বিএনপি করার কারণে আমার ভাইয়ের বাসে আগুন দেওয়া হয়েছে। পাশেই থাকা আওয়ামী লীগ নেতাদের বাসগুলোর কোনো ক্ষতি হয়নি। এটি পরিকল্পিত নাশকতা।”


সাব্বির হাওলাদার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “বাসের হেল্পারের চিৎকারে বাইরে বের হই। তারপর আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দিই। কিন্তু তারা আসার আগেই বাসটি পুরোপুরি পুড়ে গেছে।”


বরগুনা বাস মালিক সমিতির লাইন সম্পাদক অহিদুজ্জামান সজল মৃধা বলেন, “দীর্ঘদিন ধরে এই এলাকাতে বিভিন্ন জেলার বাস পার্কিং করা হয়। গতরাতে স্বর্ণা পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে। মালিক সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষয়ক্ষতি পূরণের বিষয়েও আলোচনা চলছে।”


আমতলী ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মো. হানিফ বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। না হলে আরও বড় ক্ষতি হতে পারত।”




Post Top Ad

Responsive Ads Here