![]() |
| বোয়ালমারীতে দৈনিক ভোরের চেতনার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন |
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়েছে ফরিদপুরের বোয়ালমারীতে। শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বোয়ালমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় ‘বার্তা টাওয়ারে’ পত্রিকাটির স্থানীয় সংবাদদাতা মো. রবিউল ইসলামের উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কোরবান আলী। তিনি বলেন, “দৈনিক ভোরের চেতনার স্থানীয় প্রতিনিধি রবিউল ইসলাম নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছেন। এভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দৃষ্টান্ত বোয়ালমারীতে বিরল।”
সভাপতির বক্তব্যের পর আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। তিনি বলেন, “ভোরের চেতনা দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকগুলোর একটি, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সুনাম অর্জন করেছে। স্থানীয় প্রতিনিধি রবিউল ইসলাম দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন, যা মিডিয়া অঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বোয়ালমারী প্রেসক্লাবের সহ সভাপতি কাজী আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক সুমন খান, অর্থ সম্পাদক জাকির হোসেন, জাগো নিউজ প্রতিনিধি এন কে বি নয়ন, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর পোদ্দার অপু, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমির চারু বাবলু, বিবার্তা প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, সংগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন লিমন, আজকের বাংলা প্রতিনিধি মুকুল বোসসহ স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠানটি শেষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পন্ন হয়।

