সেনাবাহিনীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

সেনাবাহিনীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 

সেনাবাহিনীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সেনাবাহিনীর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মহুয়া জান্নাত মনি, রাঙামাটি:

পাহাড়ের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে নানা উদ্যোগ নিয়ে এগিয়ে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। 


সেই ধারাবাহিকতায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম ভূয়াছড়ি এলাকায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে। স্থানীয় ভূয়াছড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত এই খেলায় অংশ নেয় দুটি স্থানীয় দল।


খেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান। তিনি বলেন, “খেলাধুলা সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির অন্যতম মাধ্যম। সেনাবাহিনী এ অঞ্চলে খেলাধুলার মানোন্নয়নে সবসময় পাশে থাকবে।”


তিনি আরও জানান, চলতি মাসের মাঝামাঝি ভূয়াছড়ির বিভিন্ন পাড়াকে নিয়ে একটি ফুটবল লিগ আয়োজনের পরিকল্পনা আছে, যার পৃষ্ঠপোষকতা করবেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার।


অনুষ্ঠানে ভূয়াছড়ি ক্লাব মেজর জিল্লুর রহমানকে আজীবন সদস্য হিসেবে ঘোষণা করে সম্মাননা প্রদান করে। এছাড়াও তিনি স্থানীয় কারবারী, স্কুল শিক্ষক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন এবং খেলাধুলা ও শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।


বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, ভূয়াছড়িসহ আশপাশের এলাকায় ক্লাব, ঘর নির্মাণ, ব্রিজ ও নদীর পাড়ে সিঁড়ি নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে।

Post Top Ad

Responsive Ads Here