ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করলেন আলফাডাঙ্গার ইউএনও - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫

ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করলেন আলফাডাঙ্গার ইউএনও

ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করলেন আলফাডাঙ্গার ইউএনও
ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করলেন আলফাডাঙ্গার ইউএনও


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঝরে পড়া শিক্ষার্থীদের সংখ্যা কমাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল। 


বিভিন্ন শিক্ষা উপকরণ ও শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি কোমলমতি শিক্ষার্থীদের আবারো বিদ্যালয়মুখী করেছেন। তাঁর এই ব্যক্তিগত আগ্রহ ও উদ্যোগকে অভিভাবক, শিক্ষক ও স্থানীয়রা প্রশংসা করছেন।


সরেজমিনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আলফাডাঙ্গায় যোগদানের পর থেকেই ইউএনও রাসেল ইকবাল প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছেন। ঝরে পড়ার হার কমিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে তিনি নিয়মিত বিদ্যালয় পরিদর্শন, মা সমাবেশ ও বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করছেন। পাশাপাশি শিক্ষকদের সঙ্গে মাসিক সভায় পরিকল্পনা বাস্তবায়ন করে শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনছেন।


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর থেকে জানা যায়, গত কয়েক মাসে রাসেল ইকবাল চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে মাল্টিমিডিয়া টেলিভিশন, ল্যাপটপ, প্রিন্টার, দেয়াল ঘড়ি, স্কুল ব্যাগ, খাতা-কলম, ছাতা, জুতা ও ড্রেসসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেছেন। এতে প্রায় ১৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৭০০-৮০০ শিক্ষার্থী উপকৃত হয়েছেন।


চরখোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, “ইউএনও স্যারের উদ্যোগে আমাদের বিদ্যালয়ের ছবি এখন বদলে গেছে। তিনি নিজে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন। এতে শিক্ষার্থীদের আগ্রহ বেড়েছে, আর শিক্ষকদের দায়িত্ববোধও বাড়ছে।”


উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শমসের উদ্দীন টিটোও ইউএনওর প্রশংসা করে বলেন, “ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে এমন কার্যকর উদ্যোগ ইতোপূর্বে আর কোনো ইউএনও গ্রহণ করেননি।”


উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, “এই উদ্যোগের কারণে স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতি দিন দিন বাড়ছে। অসহায় ও দরিদ্র শিক্ষার্থীরা আবারো স্কুলে ফিরছে।”


ইউএনও রাসেল ইকবাল বলেন, “একটি দেশের উন্নয়ন নির্ভর করে প্রাথমিক শিক্ষার ওপর। তাই শিক্ষার বুনিয়াদকে শক্তিশালী করতে সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছি। শিক্ষার্থীদের কাছে শিক্ষা উপকরণ পৌঁছে দিয়ে তাদের আগ্রহ বাড়াতে চেষ্টা করছি।”

Post Top Ad

Responsive Ads Here