![]() |
| সালথায় সংবাদ সম্মেলন করে কৃষকলীগ সভাপতির পদত্যাগ |
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. শাহজাহান শেখ পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি দলের সব পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এসময় তিনি ভবিষ্যতে বিএনপির কর্মী হিসেবে রাজনীতি করার ইচ্ছাও প্রকাশ করেন।
শাহজাহান শেখ সোনাপুর গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী কৃষকলীগের রাজনীতিতে যুক্ত থাকলেও, পরিবারের সমস্যাজনিত কারণে ও শারীরিক অসুস্থতার জন্য আজ থেকে কৃষকলীগের সভাপতির পদসহ সব ধরনের পদ-পদবি থেকে সরে দাঁড়াচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি আর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকবো না। ভবিষ্যতে নিরপেক্ষ থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে আগ্রহী। বিএনপির নেতা-কর্মীদের আচরণ আমার ভালো লেগেছে। তাই আমি ভবিষ্যতে বিএনপির একজন কর্মী হিসেবে জনগণের পাশে থাকতে চাই।”
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।

