৫ ঘন্টা পর চোরাবালি থেকে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫

৫ ঘন্টা পর চোরাবালি থেকে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার

 

৫ ঘন্টা পর চোরাবালি থেকে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার
৫ ঘন্টা পর চোরাবালি থেকে মানসিক ভারসাম্যহীন যুবক উদ্ধার

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর চরের চোরাবালিতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে আটকে থাকা মো. হাবিবুল্লাহ (৩৩) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে সফলভাবে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 


বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি চোরাবালিতে আটকা পড়েন এবং ফায়ার সার্ভিসের আধা ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৫টার দিকে তাকে অক্ষত অবস্থায় উপরে তুলে আনা হয়।


উদ্ধার হওয়া মো. হাবিবুল্লাহ উপজেলার গোপালপুর ইউনিয়নের পবনবেগ গ্রামের মৃত. আলিমুল্লাহর ছোট ছেলে। জানা যায়, দিগনগর গ্রামের মধুমতি নদীর চরে চোরাবালির মধ্যে তিনি প্রায় বুক সমান ডুবে গিয়েছিলেন।


স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহ আটকা পড়ার পর স্থানীয়রা প্রথমে তাকে উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা চালান, কিন্তু চোরাবালির গভীরতার কারণে তারা ব্যর্থ হন। দ্রুত এলাকাবাসী বিষয়টি আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবালকে অবহিত করেন।


খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ইউএনও রাসেল ইকবাল আলফাডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিকেল ৫টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যাধুনিক কৌশল হিসেবে পানির চাপ প্রয়োগ করে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৩০ মিনিটের এই প্রচেষ্টার পর যুবকটিকে চোরাবালি থেকে নিরাপদে উপরে আনা সম্ভব হয়।


উদ্ধার অভিযানের বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, 'খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। আল্লাহর রহমতে এবং ফায়ার সার্ভিসের সময়োপযোগী প্রচেষ্টায় যুবকটিকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছি।'




Post Top Ad

Responsive Ads Here