বহিষ্কারাদেশ প্রত্যাহার: সালথায় পদ ফিরে পেলেন সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

বহিষ্কারাদেশ প্রত্যাহার: সালথায় পদ ফিরে পেলেন সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর

 

বহিষ্কারাদেশ প্রত্যাহার: সালথায় পদ ফিরে পেলেন সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর
বহিষ্কারাদেশ প্রত্যাহার: সালথায় পদ ফিরে পেলেন সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর


সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হারানো পদ দীর্ঘ দিন পর ফিরে পেলেন ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর। আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ গ্রহণের কারণে তাকে বহিষ্কার করেছিল বিএনপি। 


অবশেষে তার আবেদনের পরিপ্রেক্ষিতে সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদসহ দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।


আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য ফরিদপুর জেলার সালথা উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আছাদ মাতুব্বরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায় থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো এবং তাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।


দলীয় পদ ফিরে পাওয়ার পর বিএনপি নেতা মো. আছাদ মাতুব্বর তার অনুভূতি প্রকাশ করে বলেন, "দলের আদেশ অমান্য করেই আমি সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। শাস্তি হিসেবে তখন দল আমাকে বহিষ্কার করে, যা আমি মাথা পেতে নিয়েছিলাম। এরপর থেকে আমি নীরবে দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলাম। কিছুদিন আগে দলীয় পদ ফিরে পেতে আবেদন করি এবং দল আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে। আমি দলের এই সিদ্ধান্তে অত্যন্ত সন্তুষ্ট এবং গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"


উল্লেখ্য, মো. আছাদ মাতুব্বর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সালথা উপজেলা পরিষদের দুইবারের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর আস্থাভাজন হিসেবে পরিচিত।



Post Top Ad

Responsive Ads Here