![]() |
| চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত অন্তত ৪ |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
বন্দর থানার নিমতলা বিশ্বরোড এলাকায় বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শফিক (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পতেঙ্গা থেকে শহরের দিকে আসা একটি প্রাইভেটকার এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে সড়কে পড়ে যায় এবং গাড়িটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। গুরুতর আহত শফিককে দ্রুত আশপাশের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শফিক বন্দরের একজন কর্মী বলে জানা গেছে।
বন্দর থানার পরিদর্শক তদন্ত সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে আগ্রাবাদস্থ ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত চলছে।
.jpg)
